হারাধন চন্দ্র দে, আড়াইহাজার:
সৎ ও মেধাবীরাই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করছে। ৪আগষ্ট শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত একটি বাড়ি একটি খামার ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসের সেবা প্রার্থীদের জন্য বিশ্রামাগার ও গণশুনানী কেন্দ্র ‘সেবালয়’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ মোজাম্মেল হক খান বিগত দিনের এ উপজেলায় সহ চাকুরী জীবনের বিভিন্ন ঘটনাবলি উল্লেখ করেন। তিনি উপস্থিত ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্য বলেন, জীবনের মূল্যবান সময়গুলো অবহেলা করলে তা আর ফিরে আসবেনা। মূল্যবান সময়গুলোতে লক্ষ ঠিক করে সততার সহিত এগিয়ে গেলে নিজের জীবনের প্রতিষ্ঠা সহ দেশকে উন্নয়নের শিখড়ে নিতে বেশী সময় লাগার কথা নয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের দুদক পরিচালক-নাসিম আনোয়ার, নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান প্রমুখ।
এর আগে প্রধান অতিথি একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) অফিসের সেবা প্রার্থীদের জন্য বিশ্রামাগার ও গণশুনানী কেন্দ্র ‘সেবালয়’ উদ্বোধন করেন এবং দুপ্তারা এলাকায় গাছের চারা রোপন করেন।#