নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ নগরীর দুই নং বাবুরাইল আজমীরী গলিতে সুলতানুল হিন্দ, আতায়ে রাসুল, খাঁজায়ে খাঁজেগান,গরীবে নেওয়াজ, হযরত সৈয়দ মঈনদ্দিন চিশ্তী আল হাসানি ওয়াল হোসাইনি সানজারি (রহঃ) এর ৬৩ তম সাতদিনব্যাপী ওরশ মোবারক শুরু হয়েছে। গত সোমবার রাতে তরিকতের পতাকা উত্তোলন করে সাতদিন ব্যাপি খাঁজা মঈনদ্দিন চিশ্তী’র ওরশ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, আবুল ওলাই তরিকার গদ্দিনশীন হযরত শাহ্ সৈয়দ খাঁজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ্ সৈয়দ খাঁজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই,হযরত শাহ্ সৈয়দ খাঁজা ওহাদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ্ সৈয়দ খাঁজা ত্বাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। সাতদিনব্যাপি ওরশ মোবারকের সার্বিক তত্বাবধান করছেন ওরশ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন।
এসময় উপস্থিথ ছিলেন ওরশ কমিটির সভাপতি আলহাজ্ব আলমাছ সরদার, আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, নান্নু সর্দার, শফিকুল ইসলাম লিটন, মমতাজ হোসেন বাবুল, আব্দুল হালিম, রুহুল আমিন স্বপন, মিঠু হাসান, ফাইজুল ইসলাম রুবেল, গোলাম সরয়ার শুভ সহ তরিকতের পীর ভাই বোন, খাঁজার আশেক ভক্তবৃন্দরা উপস্থিথ ছিলেন।
সাত দিনব্যাপি ওরশে আগামী ১৯ মার্চ ( ১রজ্জব) শুরু হয়ে ২৫ মার্চ ৭রজ্জব পর্যন্ত ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ মোবারকের অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে ১ রজ্জব বাদ এশা তরিকতের পতাকা উত্তোলন করে খাঁজার ওরশ উদ্বোধন। ১ রজ্জব থেকে ৬ রজ্জব পর্যন্ত প্রতিদিন রাত ৯টায় কুল (ফাতেহা পাঠ) মজলিশে সামা, রাত সাড়ে নয়টায় বাংলা বয়াতী গানের আসর, ৭ রজ্জব সকালে নেওয়াজ বিতরন ও বাদ আছর মজলিশে সামা ও আখেরী কুল।
সাতদিন ব্যাপি ওরশ মোবারকের প্রথম দিনে ১ রজ্জব, ১৯ মার্চ সোমবার বাংলা বয়াতী গানের আসরে পালা গান পরিবেশন করেন বাংলার প্রখ্যাত গায়ক আবুল সরকার বনাব মো: আক্তার দেওয়ান, দ্বিতীয় দিন মঙ্গলবার মোঃ শহীদ দেওয়ান বনাম মালেক সরকার, তৃতীয় দিন বুধবার লাল মিয়া বয়াতী বনাম আশরাফ দেওয়ান, চতুর্থদিন বৃহস্পাতবার মো: আমির হোসেন বয়াতী বনাম ফজল সরকার, পঞ্চমদিন শুক্রবার মো: আব্দুল হাই দেওয়ান বনাম স্বপন দেওয়ান, ষষ্ঠদিন শনিবার আব্দুল গনি সরকার বনাম মো: জালাল দেওয়ান বাংলা গান পরিবেশন করবেন। ##