নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে স্থাপিত নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় বঙ্গবন্ধু স্কুল ও বন্দরের শেখ জামাল ও শেখ রাসেল স্কুলে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ-পাচঁ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। পরে শিক্ষার্থী ও এলাকার দু:স্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগ ও জাতীয়পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নারায়ণগঞ্জ-চার আসসের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ ও ফুতুল্লার বেশ কয়েটি স্থানে আলোচনা সভা, দোয়া মহফিলের অংশগ্রহন করে গরীব দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর দুইনং রেলগেইট এলাকায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নের্তৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীতের একটি শোক র্যালি বের করা হয়।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করে। চার শতাধিক শিশু এতে অংশ নেয়। জেলা বিভিন্ন স্থানে সকাল থেকে কোরআনখানি, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।#