মো:সহিদুল ইসলাম শিপু; বন্দর:
বন্দরে ৪৯নং সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহন করছে। ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের উপর ছাদ থেকে প্লাষ্টার খসে পরলেও কোন পদক্ষেপ নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। যে কোন সময় শিক্ষার্থীরা ভবন ধ্বংষের মত ভয়াবহ দুর্ঘটনার কবলে পরতে পারে। এই ভবনটির মধ্যে ৯শ’ শিক্ষার্থীর হুমকির মধ্যে শিক্ষা গ্রহন করছে। শিক্ষকরা জানান তারা আতংকের মধ্যে শিক্ষা দান করছে বলে।
এব্যপারে শিক্ষিকা শামীমা আক্তার জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাক্ষন একটা আতংকের মধ্যে থাকি কখন যেন প্লাষ্টার মাথার উপর খষে পরে। এই ভবনের এত দুর অবস্থা যে কোন সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে ৪৯নং সরকারি বালক প্রথামিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন জানান, বিদ্যালয়টি অত্যন্ত ঝুকির মধ্যে রয়েছে। আমি প্রধান শিক্ষককে নতুন ভবনের জন্য আবেদন করতে অনেক আগেই বলে দিয়েছি। তিনি আবেদন করছে কিনা বলতে পারছি না।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, দীর্ঘ দিন যাবত স্কুল ভবনটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। আমি ইতিমধ্যে নতুন ভবনের জন্য আবেদন করেছি ।
এব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী জানান, অতি দ্রুত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করা হবে।#