নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন করতে দেয়নি পুলিশ। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হলেও পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় এবং মাইকও লাগাতে দেয়নি। এসময় পুলিশের সঙ্গে নেতৃবৃন্দের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিকেলের আগে থেকে বিপুল সংখ্যক পুলিশ প্রেস ক্লাব এলাকা ঘিরে রাখে। এর প্রতিবাদে নের্তৃবৃন্দ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন।
গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ক্যাডার ও পুলিশ হামলা চালিয়েছে। কোটা সংস্কার দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।#