নারায়নগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: গরম মশায় অতিষ্ঠ নারায়ণগঞ্জের মানুষের কাক্ষিত সেই বৃস্টি অবশেষে মশালধারে ঝড়ে মানুষকে সস্তি দিয়েছে। চৈত্রের তীব্র তাপদাহে এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। প্রায় আধা ঘণ্টাব্যাপী মুসল ধারে বৃষ্টি হয়েছে। নগরীর মানুষ এ বৃষ্টি উপভোগ করেছে। গত কয়েক দিনের গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ। ঠিক সে সময় এক পসলা বৃষ্টি মানুষে মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে হঠৎকরেই আকাশ কিছুটা মেঘাচ্ছন হয়ে বৃষ্টি শুরু হয়। প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় কিছুটা পানিও জমে যায়।
তবে হঠাৎ করে বৃষ্টি নামায় ঘর থেকে বের হওয়া মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা দৌড়াদৌড়ি করে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতাণে গিয়ে অবস্থান নেন। আবার অনেককে স্বস্তির বৃষ্টিতে মনের আনন্দে রাস্তায় ও রিকশার হুট খুলে ভিজতে দেখা গেছে।
নগরীর চাষাঢ়া শহীদ মিনারে কথা হয় আনোয়ার ও সম্পা দম্পতি সঙ্গে। তারা জানান, গত কয়েক দিনের গরমে অতিষ্ট হয়ে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামায় ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। মনে এর ধরণের প্রশান্তির ছোঁয়া পেয়েছি।
সোনারগায়ের আম, লিচুর বাগানের মালিক আলমগীর হোসেন জানান, চৈত্র মাসের শুরুতে কিছুটা ভারী ভর্ষণ হওয়ায় আম লিচুর ফলন ভালো হবে। এবার গাছে ভালো ফলন হয়েছে। এই সময় বৃষ্টি পাওয়ায় আম ও লিচুর গুটি জোর পাবে এবং দ্রুত গোটা বাঁধবে। বড় ধরনের ঝড় বাদল বা শিলা বৃষ্টি না হলে কৃষকের মুখে হাসি ফুটবে। ###