নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তেল ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত ১ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল আউয়াল এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- বাসু ও রাকিব। রায় প্রদানকালে শুধুমাত্র বাসু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী রাকিব পলাতক রয়েছেন। নিহত শাওন সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার মোঃ নাসির হোসেনের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা বেগম জানান, ২০১৪ সালে ৯ জুলাই সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শাওন। এর পরদিন ১০ জুলাই সোনাগাঁও উপজেলার বারদী ইউনিয়নের দৌলদী গ্রাম থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় শাওনের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। পরে সোনাগাঁও থানা পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ১২ জুলাই শাওনের পরিবার লাশ শনাক্ত করলে আদালত শাওনের লাশটিকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই একজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাওনের লাশ উত্তোলন করা হয়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ এই হত্যাকান্ডের মূল হোতা বাসুকে গ্রেফতারের পর সে হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মূলত: তেল ব্যবসার দুই লাখ টাকার লেনদেনের কারনেই শাওনকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে বাসু স্বীকার করে। আদালত এই মামলায় ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন। #