নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম (রূপগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাফিক আইন লঙ্গন করে বিপদজনকভাবে গাড়ি চালানোর অপরাধে কবির হোসেন নামে এক পিকআপ ভ্যান চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার(১১আগষ্ট) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সম্প্রতি উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এবং ঢাকা বাইপাস সড়কে বিভিন্ন মোটর যানের চালকরা বিপদজনক গাড়ি চালিয়ে প্রায় দূর্ঘটনা ঘটাচ্ছেন। এতে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত বসানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৩১৮৪) বিপদজনক ভাবে ড্রাইভিং করে সে দূর্ঘটনা ঘটায়। পরে পুলিশ পিকআপ ভ্যানের চালক উপজেলার গোলাকান্দাইল মধ্যেপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে কবির হোসেনকে আটক করলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত চালককে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।#