সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন নারায়ণগঞ্জ। বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন নারায়ণগঞ্জ জেলা উপ-পরিচালক তাহমিনা বেগম এ আদালত পরিচালনা করেন। এসময় দুটি রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক তাহমিনা বেগম জানান, ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আদি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, বাজারের নির্ধারিত মুল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মুল্য নেওয়ার অপরাধে ইত্যাদি রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। ###