নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বঙ্গসাথী ক্লাবের ২৯ সদস্য বিশিষ্ঠ নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে গোলাম সারোয়ার শুভ। বুধবার রাতে নগরীর পশ্চিম দেওভোগ শিশুভাগ বিদ্যালয়ে বঙ্গসাথী ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের সর্বসম্পতিক্রমে সংগঠনের উপদেষ্ঠা মার্টিন মোল্লা নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করে। পরে নতুন সভাপতি ও সাধারন সম্পাদক ২৯ সদস্য বিশিষ্ঠ নতুন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করে নাম ঘোষনা করেন। সংগঠনের সিনিয়র সহ সভাপতি হয়েছেন আ ঃরব খোকন, সহ সভাপতি মোঃ ফয়জুল ইসলাম রুবেল, সহ সাধারন সম্পাদক মিনহাজুল কাদির, কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার পুতুল, দপ্তর সম্পাদক জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, প্রচার সম্পাদক মোঃ সায়হাম আহমেদ, সমাজ কল্যান সম্পাদক শেখ মোঃ মামুন, মহিলা সম্পাদিকা খালেদা খানম শেলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিজোয়ানুল ফাহামিদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মল্লিক, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ ইকবাল বাবু, কামরুল হুদা বাবু, মোঃ রেজাইল ইসলাম, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ হাবিবুল হাসান, শরীফুর রহমান সজীব, মোঃ হাসান উল রাকিব, মোঃ জুয়েল শেখ, মোঃ আলী নূর সুমন, মোঃ ওমর চিশতি রাসেল, মোঃ ফিরোজ মাহবুব, মোঃ আমিনুল হক, গাউস মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সাওন।
বার্ষিক সাধারন সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল তার বক্তব্যে বলেছেন, বঙ্গসাথী ক্লাবের প্রধান কার্যক্রম হলো মানবসেবা। পাশাপাশি যুবসমাজকে খেলাধূলায় উদ্বদ্ধ করতে বিভিন্ন ভাবে খেলাধূলার আয়োজ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। আমরা যারা এ সংগঠনের সাথে যুক্ত আছি সকলকে একটি বিষয় পরিস্কার বলতে চাই মানুষের মৃত্যু অবধারিত, আমারও মৃত্যু হতে পারে তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো। এমন কিছু হলে যেন এ সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে না যায়। বঙ্গসাথী ক্লাব অনের কষ্টের ফসল। আজ এ সংগঠনের কাছ থেকে সমাজের মানুষ উপকৃত হচ্ছে। আপনারা এ সংগঠনকে ধরে রাধবেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি আঃ রব খোকন, সহ সভাপতি মোঃ ফয়জুল ইসলাম রুবেল প্রমুখ। পরে সংগঠনের সকল সদস্য নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভোচ্ছ জানান। ####