নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জে ফতুল্লায় দাওয়াত খাইয়ে বাড়ির মালিকসহ তার পরিবারের ৯ জনকে অচেতন করে ভাড়াটিয়া মালপত্র নিয়ে পালিয়েছে । মঙ্গলবার রাতে ফতুল্লার দেলপাড়ায় এলাকায় আলী আহম্মদের চারতলা ভবনে এ ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির প্রতিবেশী তোফায়েল ও মতিন অচেতন অবস্থায় ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । তারা হলেন, বাড়ির মালিক আলি আহমেদ (৬০), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩০), পপি (২৫), সালমা (২৫), হাবিবা (১৫), জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৭)।
প্রতিবেশী মতিন ও তোফায়েল আহমেদ জানান, চারতলা বাড়ির দোতলায় বাড়ির মালিক আলি আহম্মদ তার পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার ওই বাড়ির চারতলার এক ভাড়াটিয়া তাদের রাতে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপর তারা অচেতন হয়ে যায়। পরে ওই ভাড়াটিয়ার পরিবারের সদস্যরা আলি আহমেদের বাসার মালপত্র লুট করে পালিয়ে যায়।
তারা আরও জানান, সকালে বিষয়টি জানাজানি হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কী লুট হয়েছে তা এখনই বলতে পারছি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ৯ জনের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা অসুস্থ্য থাকায় তাদের কাছ থেকে তথ্য পেতে কিছুটা সয়্ময় লাগছে। প্রতারক ভাড়াটিয়া চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।##