সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীকে ইতালি রোমে টাঙ্গাইল সমিতির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। এর নেপথ্যে জামায়াত জড়িত এমন অভিযোগের ভিত্তিতে ‘জামায়াত নেতার বাসায় নৈশভোজে আ.লীগের এমপি’ শিরোনামে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এ একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন ইতালি প্রবাসী লিটন। একইসঙ্গে এতে জামায়াতের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলেও দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ ব্যাপারে লিটন জাগো নিউজকে বলেন, একটি কুচক্রী মহল এমপি সোহেল হাজারীর ব্যক্তি ইমেজ এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের ভিত্তিহীন একটি সংবাদ প্রচার করে দেশে এবং প্রবাসীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছেন। যা সুস্থ সমাজের জন্য মোটেও বাঞ্ছনীয় নয়।
তিনি বলেন, আমার দীর্ঘ ১৪ বছরের প্রবাস জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। বরং জাতির জনকের প্রতি শ্রদ্ধা রেখে সবসময় ইতালিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমাকে জড়িয়ে এরকম একটি সংবাদ আমার দীর্ঘ দিনের কষ্টা’জিত সুনাম নষ্ট করার পায়তারা ছাড়া আর কিছুই না। ইতালি প্রবাসী বাংলাদেশিরা আমাকে খুব ভাল করে চেনেন এবং জানেন।
তিনি আরও বলেন, আমার বড় ভাই তিনি রাজননীতি নয়, ব্যক্তিগত পেশা নিয়ে ব্যস্ত আছেন। সংবাদে যে শফিকুর রহমানের কথা বলা হয়েছে তিনি সম্ভবত সিলেটের ডা. শফিকুর রহমানের কথা বুঝাতে চেয়েছেন কিনা তা স্পষ্ট নয়। কারণ তিনি টাঙ্গাইলের নয়। নামের মিল থাকায় বুঝতে সমস্যা হচ্ছে।
আমার বড় ভাই অধ্যক্ষ মজিবর রহমান তিনি তার দীর্ঘ জীবনে একটি স্বনামধন্য কলেজের অধ্যক্ষ ছিলেন এবং ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমার আরেক ভাই মনিরুজ্জামান বুলবুল ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। অন্য আরেক ভাই ইঞ্জিনিয়র মো. শহীদুজ্জামান তিনি ঢাকা পলিটেকনিক কলেজে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ প্রচার না করতে অনুরোধ করেন।
এ ব্যাপারে রোমা নর্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলি বলেন, লিটন জামায়াতের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা তা আমার জানা নেই। আমার জানা মতে, তিনি কোনো দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নন। যতটুকু জানি লোক হিসেবে ভাল।
রোমা নর্দ আওয়ামী লীগের সহ সভাপতি করিম জাগো নিউজকে বলেন, তিনি ইতালিতে আ’লীগের কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। তাই তার সম্পর্কে সঠিক বলতে পারব না।
উল্লেখ্য, এই বিষয়টির সূত্রপাত হয় জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালিতে আসার সময়। প্রধানমন্ত্রীর ওই সফরে বেশ কয়েকজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা তার সফরসঙ্গী ছিলেন।