দেশে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরি করতে হবে। উদ্ভাবনী অনেক কিছু বাংলাদেশে করা সম্ভব। কিন্তু এ খাতে নেতৃত্ব ও কারিগরি সহায়তার অভাব রয়েছে। সার্বিকভাবে সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘টেকসই জ্বালানি ব্যবস্থাপনা: বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সংযোগ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
তিন দিনব্যপী ‘১৮তম নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপো ২০১৮’র কার্যক্রমের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক।
১৩-১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ উদ্যোগে এ সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জমাদির প্রদর্শনী হচ্ছে। সম্মেলনের তৃতীয় ও শেষ দিন বিকেলের সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।