রাজধানীর শাহবাগে কোটা সংস্কারের আন্দোলন শেষে শিবির সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে গণগ্রন্থগারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাহমুদ রিপন, বাদশা মল্লিক এবং রাসেল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বিষয়টির নিশ্চিত করে বলেন, শিবির সন্দেহে তাদের আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
সন্ধ্যা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। এর আগে সকাল ১১টা থেকে ১১টা ৫৪ পর্যন্ত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কার চেয়ে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ
পরিষদ’ এর ব্যানারে দেশব্যাপী পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হয়েছে। পরে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। আগামী ৩ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ৪ মার্চ সারা দেশে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনকে যৌক্তিক দাবি করে অনেক ছাত্রলীগ নেতাও আন্দোলনে অংশ নেন।