নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: কবি আলাল হোসেনের লেখা কবিতার বই “বায়ান্ন থেকে একাত্তর” ৪৬টি কবিতায় ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে কবির প্রতিটি কবিতায়। একুশে বই মেলায় তার এই গ্রন্থটি তৃতীয় সংস্করন প্রকাশিত হয়েছে। বাঙ্গালী’র রাষ্ট্রভাষা আন্দোলন, সংগ্রামী মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে এনেছে কবি আলাল। মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরন করে তার ইতিহাস কবিতাগুলোতে রচয়িত হয়েছে। কবি আলালের “বায়ান্ন থেকে একাত্তর” বইটি প্রশংসা কুড়িয়েছে পাঠকদের। ###